সোমবার, ২৯ এপ্রিল, 2০২4
করোনায় আক্রান্ত এক সাংবাদিক, ৪৭ জন কোয়ারেন্টিনে
Published : Saturday, 4 April, 2020 at 12:01 AM

করোনায় আক্রান্ত এক সাংবাদিক, ৪৭ জন কোয়ারেন্টিনে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির একজন সাংবাদিক নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর ওই সাংবাদিকের সংস্পর্শে আসা আরও ৪৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে ইনডিপেন্ডেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সদস্য আমাদের এক সহকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত। উনি সর্বশেষ ২৫ এবং ২৬ মার্চে অফিসে কর্মরত ছিলেন। রাতে তার সিম্পটম গ্রো করায় আমাদের জানান, অফিসে তিনি আসতে পারবেন না, সেলফ আইসোলেশনে ছিলেন।’

শামসুর রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘‘দুদিন আগে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং স্যাম্পল নিয়ে টেস্ট রেজাল্ট আসে—‘দুর্ভাগ্যজনকভাবে যেটা পজিটিভ ছিল’।’’

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা সব সহযোগিতা করছি, আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ আছে।’

তার সংস্পর্শে আসা ৪৭ জনের একটি তালিকা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২৬ মার্চ থেকে হিসাব করে আর পাঁচ দিন যদি আর কোনও সহকর্মীর সিম্পটম না দেখা যায়, তার মানে আর কোনও সংক্রমিত কেউ হয়নি।’

গণমাধ্যমকর্মীরা সবসময় তাদের পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয় মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যারা সহকর্মীরা রয়েছি অন্যান্য জায়গায় সরকারের নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালন করি, সবাই সুস্থ এবং ভালো থাকবেন।’

কোভিড-১৯ আক্রান্ত সহকর্মীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে ইনডিপেন্ডেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, ‘তিনি (আক্রান্ত ব্যক্তি) রিকভারি করছেন।’ শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৬১ জন।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com