শুক্রবার, ১৭ জানুয়ারি, 2০২5
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: জাপানি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 3 May, 2023 at 7:50 PM, Update: 03.05.2023 7:53:34 PM

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: জাপানি রাষ্ট্রদূতবাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে মন্তব্য করা থেকে বিরত থাকতে পছন্দ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সরকারি সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক 'কৌশলগত অংশীদারিত্বে' উন্নীত হওয়ার পর এক সাংবাদিক এ বিষয়ে জাপানের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

বুধবার টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে সাম্প্রতিক বৈঠকের বিষয়ে জাপান দূতাবাসে সাংবাদিকদের ব্রিফিংকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

ইওয়ামা কিমিনোরি এই মন্তব্য করেছিলেন ব্রিফিংয়ের সময় যখন একজন সাংবাদিক গত বছরের নভেম্বরে পূর্ববর্তী জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয় উল্লেখ করেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে শেখ হাসিনা গত ২৬ এপ্রিল জাপানে সরকারি সফর করেন এবং একটি শীর্ষ বৈঠক করেন।
সূত্র : ইউএনবি 



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com