শিরোনাম: |
মা হচ্ছেন রাধিকা আপ্তে, ‘বেবি বাম্প’ নিয়ে হাজির সিনেমার প্রিমিয়ারে
বিনোদন ডেস্ক:
|
ব্রিটেনের জনপ্রিয় সংগীত পরিচালক বেনেডিক্ট টেইলরকে বিয়ের পর একদম উধাও হয়ে গেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। বিদেশি স্বামী ও সংসার নিয়েই ব্যস্ত আছেন। কখনোই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় না থাকা রাধিকা এবার আর লুকোছাপা রাখলেন না। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি জানালেন ভক্তদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাও আবার লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ১৬ অক্টোবর, বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাধিকার সিনেমা ‘সিস্টার মিডনাইটে’র স্ক্রীনিংয়ে অংশ নিয়েছিলেন। সেখানে, তিনি তার বেবি বাম্প নিয়ে রেড কার্পেটে হেঁটেছেন। ইনস্টাগ্রামে রাধিকার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, কালো রঙে ইভেনিং গাউন পরেছেন তিনি। আর এতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার বেবি বাম্প। তবে সেই পোস্টেও মা হওয়া নিয়ে একটা টুঁ শব্দও করেননি! যদিও অনুরাগীরা সেই পোস্টের নিচেই অভিনেত্রীকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন। শিগগিরই মুক্তি পেতে চলেছে রাধিকার দুটি ইংরেজি সিনেমা। একটি ‘সিস্টার মিডনাইট’, অন্যটি ‘লাস্ট ডে’। জানা যায়, এই দুই সিনেমার প্রচারের কাজেই বর্তমানে লন্ডনে রয়েছেন তিনি। লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি। |