রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
ইউনিসেফের হয়ে বিশেষ বার্তা দিলেন মিম
বিনোদন ডেস্ক:
Published : Saturday, 19 October, 2024 at 7:23 PM

ইউনিসেফের হয়ে বিশেষ বার্তা দিলেন মিম
গত কয়েক বছর ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সংস্থাটির হয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেন এ অভিনেত্রী। এবার তিনি শিশুদের সুস্বাস্থ্য কামনায় বার্তা দিয়েছেন। এটি ফেসবুকে ‘ইউনিসেফ বাংলাদেশ’ পেইজে প্রকাশ হয়েছে।

মিম বলেন, শারীরিক সুস্থতা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। ছোটবেলায় আমার বাবা মা যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন, সেটা হলো আমার সুস্থ থাকা। আর সেটা সম্ভব হয়েছে সময়মতো সবগুলো টিকা নেওয়ার কারণে। টিকা প্রত্যেকেরই স্বাস্থ্য সুরক্ষার ঢাল হিসাবে কাজ করে। টিকা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করে। তবে এটাও সত্যি, এখনো প্রায় ১৬ শতাংশ শিশু সময়মতো টিকা পায় না।

বিশেষ করে দেশের চর, হাওর ও পাহাড়ি দুর্গম এলাকা মানুষ’সহ বস্তি এবং ভাসমান এলাকার শিশুদের টিকা নেওয়ার হার কম। দেশের প্রতিটি অঞ্চলের শিশুর কাছে যেন সময়মতো সব টিকা পৌঁছায় এ জন্য কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। যাতে পরবর্তী প্রজন্ম সুস্থ থাকতে পারে। কারণ সব শিশুর সুস্বাস্থ্যই প্রত্যাশা। ১৬ শতাংশ শিশু যেন সময়মতো টিকা পায় এজন্য ‘ইউনিসেফের ফান্ড রাইজিংয়ের জন্যও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মিম।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com