রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
কোমর দোলাতে ছোট ব্লাউজ, নোরার প্রশ্ন নাচব কিভাবে
বিনোদন ডেস্ক:
Published : Saturday, 2 November, 2024 at 11:12 PM

কোমর দোলাতে ছোট ব্লাউজ, নোরার প্রশ্ন নাচব কিভাবেনোরা ফাতেহির লাস্যময়ী সৌন্দর্যে কুর্নিশ করেন ভক্তরা। কোমর দুলিয়ে কোটি তরুণের বুকের বাপাশ অবশ করে দেন এ সুন্দরী। সল্প বসনা হয়ে নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরতে জুড়ি নেই তার। অথচ এক সময় বেআব্রু হতে ছিল আপত্তি। নোরাকে জনপ্রিয়তা এনে দেয় ‘সত্যমেব জয়তে’ ছবির গান ‘দিলবার’ গানটি। এতে স্বল্প বসনা নোরার কোমরের দুলুনিতে কুপোকাত হন অনুরাগীরা। তবে এ গানের নাচের জন্য তাকে পরতে দেওয়া হয় চাপা একটি ব্লাউজ যা দেখে অবাক হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা বলেন, আমাকে ব্লাউজ়টা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজ়টা খুবই ছোট ও চাপা ছিল। বলে দিয়েছিলাম, আমি এই কাজ করতে পারব না। জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে।

বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিক ভাবেই যৌন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না। নোরার আপত্তিতে বদলানো হয় ব্লাউজ। যেটি ছিল আগের চেয়ে তুলনামূলক বড়। এরকম উল্লেখ করে বলেন, এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আমার কাছে সেটাই বড় কথা। আগে যে ব্লাউজ়টা দেওয়া হয়েছিল, সেটা পরতে পারতাম না।

গানটির সঙ্গে জড়িয়ে আছে নোরার বঞ্চনার গল্প। ‘দিলবার’তাকে জনপ্রিয়তা এনে দিলেও ঘটেনি অর্থযোগ। পারিশ্রমিক চাইলে পরিচালক উল্টো শুনিয়েছিলেন কথা। অর্থের জন্য পাগল না হয়ে নিজেকে প্রমাণ করার পরামর্শ দিয়েছিলেন।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com