রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
ভিনির হ্যাটট্রিকে রিয়ালের দারুণ জয়
খেলা ডেস্ক :
Published : Saturday, 9 November, 2024 at 10:16 PM

ভিনির হ্যাটট্রিকে রিয়ালের দারুণ জয়ঝড়ে উড়ে গেল ওসাসুনা। ভিনিসুয়াস জুনিয়রের হ্যাটট্রিকে বার্নাব্যুতে গোল উৎসবে মাতল লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ভিনির হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচ দিয়ে ১৭৯ দিন পর গোলে ফিরেছেন জুড বেলিংহামও। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমাল রিয়াল। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ১২ ম্যাচে ২৭, সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩।

দুই সতীর্থকে হারানোর হতাশার মাঝে ৩৪তম মিনিটে দলের মুখে হাসি ফোটান ভিনি। বেলিংহ্যামের রক্ষণচেরা থ্রু পাস ধরে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর একটু পরই দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। মিলিতাওয়ের বদলি, ‘বি’ দল থেকে উঠে আসা রাউল ৪২তম মিনিটে মাঝমাঠের অনেক আগে থেকে হাওয়ায় ভাসিয়ে থ্রু পাস বাড়ান, বলের ওপর দৃষ্টি রেখে বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় চিপ শটে ঠিকানায় পাঠান বেলিংহ্যাম। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল ঠিকই আদায় করে নিয়েছেন ভিনি। 

৬৫ মিনিটে ঠিকঠাক শট নিতে না পারায় পাওয়া হয়নি ভিনির তৃতীয় গোলটা। তবে ৬৯ মিনিটে আর ভুল করেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ব্রাহিম দিয়াজের কাছ থেকে বল পেয়ে বক্সের কাছাকাছি জায়গা থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। আরও একবার উচ্ছ্বাসে মাতে বার্নাব্যু।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com