রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
বিপিএলের সূচি প্রকাশ, কবে কোন দলের খেলা
খেলা ডেস্ক:
Published : Wednesday, 13 November, 2024 at 12:06 AM

বিপিএলের সূচি প্রকাশ, কবে কোন দলের খেলাবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে কেন্দ্র নিলাম করে নিলাম অনেক আগেই শেষ হয়েছে। আজ টুর্নামেন্টের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সূচি প্রকাশ করেছে। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ৩০ ডিসেম্বর।

প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। একই দিনে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। দিনের ম্যাচ শুরু হবে ১টা ৩০ মিনিটে। আর রাতের ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তবে শুক্রবারের দিনের ম্যাচ শুরু হবে ২টায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। ৭ দলের বিপিএল হবে তিন ভেন্যুতে। শুরুটা ঢাকায় হয়ে সিলেটে যাবে দলগুলো।

সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরু। আর শেষটা ঢাকাতেই হবে। গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচ হবে মিরপুরে। সিলেটে হবে ১২ ম্যাচ। সমান ম্যাচ হবে চট্টগ্রামে। ফাইনালসহ বাকি সব ম্যাচ হবে ঢাকায়। ৭ ফেব্রুয়ারি বিপিএলের পর্দা নামবে।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com