রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
অন্তর্র্বতী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 14 November, 2024 at 11:40 PM

অন্তর্র্বতী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূসবাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। তবে তিনি বলেন, আমরা অন্তর্র্বতীকালীন সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু আলোচনার ফাঁকে স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) এক সাক্ষাৎকারে এএফপিকে ড. ইউনূস এ কথা বলেন।

মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী সাবেক শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতিই নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত হবে। তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছিলেন। বলেন, 'আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম- যত তাড়াতাড়ি প্রস্তুত হব, তত দ্রুত আমরা নির্বাচন দেন এবং নির্বাচিতরা ক্ষময় আসতে পারবে, দেশ চালাতে পারবে।

ড. ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকারের আকার, সংসদ ও নির্বাচনী বিধিবিধানের বিষয়ে দেশকে দ্রুত একমত হতে হবে। এর আগে, ৫ আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশের নৃশংস অভিযানে সাত শতাধিক মানুষ নিহত হন। শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ইউনূসকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে দেশ অস্থিতিশীলতার সাথে লড়াই করছে। হাসিনার শাসনামলে রাজনৈতিক বিরোধীদের গণআটক এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে। ইউনূস বলেন, যে কোনো সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। আমরাও আছি। আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা বজায় রাখতে পারব। বিপ্লবের মাত্র তিন মাস পেরিয়েছে।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com