শুক্রবার, ১৭ জানুয়ারি, 2০২5
এবার এক ফ্রেমে তারা তিনজন
বিনোদন ডেস্ক:
Published : Friday, 22 November, 2024 at 7:56 PM

এবার এক ফ্রেমে তারা তিনজনএকসঙ্গে পর্দায় আসছেন টলিউডের জনপ্রিয় তিন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, নুসরাত ও শ্রাবন্তী চ্যাটার্জি। পরিচালক রাজশ্রীর সিনেমা ‘ও মন ভ্রমণ’-এ একই পর্দায় ধরা দেবেন এই তিন হার্টথ্রব নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আসন্ন এই সিনেমার গল্প তিন নয়, বরং চার নারীকে নিয়ে। আর এই চতুর্থ নারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা ব্যানার্জি।

ছোটবেলার চার বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া, আবার সময়ের চক্রে মুখোমুখি হওয়া। জীবনের নানা ওঠাপড়া নিয়েই সিনেমার গল্প। জীবনের নানা ক্ষেত্রে তারা সফল, কেউ চাকরিরত, কেউ আবার ব্যবসায়িক ভাবে সফল, তবু একাকিত্ব পিছু ছাড়ে না তাদের, বিশেষ এক কারণে বিদেশের মাটিতে আবারও একসঙ্গে হয় চারজন, জমে থাকা সমস্ত জটিলতা কাটিয়ে নতুন করে একসঙ্গে পথচলা শুরু করে তারা। তবে সিনেমায় একটা দারুণ চমকও রয়েছে।

‘ও মন ভ্রমণ’-এ নুসরাত জাহানের চরিত্রের নাম শ্রুতি, বিজনেস টাইকুন মনীশ সিংয়ের ঘরণী তিনি। সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, অদ্রিজার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি যিনি রুলিং পার্টির এমএলএ। অনন্যা এতে একজন সাংবাদিকের ভূমিকায় রয়েছেন। এই চারজন ছাড়াও সিনেমাটিতে তারকার মেলা দেখা যাবে।

রাজশ্রী দে পরিচালিত সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক–সহ আরও অনেককে।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com