রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
মিয়ানমারের সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসি প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 27 November, 2024 at 10:17 PM

মিয়ানমারের সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসি প্রসিকিউটরআন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ এ খান আজ  জানিয়েছেন, প্রি-ট্রায়াল চেম্বার আই-তে মিয়ানমারের সামরিক নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর বিরুদ্ধে তিনি  গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন। একটি ব্যাপক, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের পর, খানের কার্যালয় এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মানবতাবিরোধী অপরাধের জন্য  মিয়ানমারের প্রতিরক্ষা বিভাগের  কমান্ডার-ইন-চীফ এবং মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মিন অং হ্লাইং এর  বিরূদ্ধে অপরাধমূলক দায়বদ্ধতার ‘যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে। রোহিঙ্গাদের নির্বাসন ও নিপীড়নসহ এসব মানবতাবিরোধী অপরাধ মিয়ানমারে এবং আংশিকভাবে বাংলাদেশে সংঘটিত হয়েছে।

মিয়ানমার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দায়েরের জন্য এই  প্রথমবার  আইসিসি প্রসিকিউটর অফিস  সিদ্ধান্ত  নিয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মাত্রা  বেড়ে যাওয়ায়   ২০১৯ সালের ১৪ নভেম্বর থেকে  আইসিসি উদ্ভূত অভিযোগগুলো তদন্ত করছে। মিয়ানমারে ব্যপক সহিংসতা  বেড়ে যাওয়ার ফলে  বিপুল সংখ্যক রোহিঙ্গা হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয়।

বাংলাদেশ সফরকালে আজ দেওয়া  এক বিবৃতিতে খান অভিযোগগুলো  তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার অফিস জানতে পেরেছে  ২০১৭ সালের  ২৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর  এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। দেশটির জাতীয় পুলিশ বাহিনীর সহায়তায়  মিয়ানমারের সশস্ত্র বাহিনী-তাতমাডু, সীমান্তরক্ষী পুলিশ এবং অ-রোহিঙ্গা বেসামরিক নাগরিকের সমর্থনে  এটা হয়েছিল।’ আইসিসি প্রসিকিউটর জোর দিয়ে বলেন,  আবেদনের  স্বপক্ষে সাক্ষীর সাক্ষ্য - কিছু অভ্যন্তরীণ সাক্ষী থেকে  ডকুমেন্টারি রেকর্ড, এবং প্রমাণীকৃত বৈজ্ঞানিক, ফটোগ্রাফিক এবং ভিডিও উপাদানসহ ব্যাপক প্রমাণ রয়েছে । 
 
প্রমাণ সংগ্রহে বিভিন্ন দেশ, সুশীল সমাজ সংস্থা এবং আন্তর্জাতিক অংশীজনের  অপরিহার্য সহযোগিতার কথাও স্বীকার করেন খান। তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী, বাংলাদেশ সরকার এবং মিয়ানমারের জন্য জাতিসংঘের স্বাধীন তদন্তকারী ব্যবস্থার অবিচল সমর্থন আমাদের তদন্তকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ রোহিঙ্গা সম্প্রদায়ের সহনশীলতা ও সহযোগিতার প্রশংসা করে খান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  “মিয়ানমারে সহিংসতায় দশ লাখেরও  বেশি রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হয়েছে” উল্লেখ করে  তিনি  বলেন, “যারা এই ঘটনায় সাক্ষ্য দিয়েছেন, গল্প শেয়ার করেছেন এবং তথ্য দিয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

গতকাল মঙ্গলবারসহ গত তিন বছরে একাধিকবার কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেছেন খান। প্রতিবারই  তিনি রোহিঙ্গা নারী, যুব কর্মী এবং প্রবীণদের সাথে দেখা করেন এবং প্রতিবারই তারা সকলে ন্যায়বিচার ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন। খান বলেন, “তাদের স্পষ্টতা, উদ্দেশ্য এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে তাদের কণ্ঠস্বর আমাদের প্রচেষ্টাকে চালিত করে।

মিন অং হ্লাইং-এর গ্রেপ্তারি পরোয়ানার আবেদন এখন আইসিসি বিচারকদের হাতে।  বিচারকরা  এখন পরোয়ানা  জারির জন্য প্রয়োজনীয় মান পূরণ করে কিনা তা মূল্যায়ন করবেন।  ‘বিচারকরা অনুরোধকৃত পরোয়ানা জারি করলে, আমরা গ্রেপ্তারের সুবিধার্থে আদালতের রেজিস্ট্রারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ  করব’ বলে  উল্লেখ করেন খান। তিনি বাংলাদেশে তার প্রথম সফর থেকে তদন্ত ত্বরান্বিত করার জন্য তার অফিসের অঙ্গীকারের কথা বলেন এবং অতিরিক্ত আবেদন জমা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন।

সব শেষে খান বলেন,“আজকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলককে পুনর্নিশ্চিত করার জন্য চিহ্নিত করা হয়েছে যে, রোহিঙ্গাদের ভুলে যাওয়া হয়নি। সমস্ত মানুষের মতো, তারা আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী। খান বর্তমানে ২৫ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশ সফর করছেন, এই সময় তিনি মানবতাবিরোধী অপরাধ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলেবেন।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com