রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
৩ গোলে এগিয়ে গিয়েও হতাশায় ডুবল ম্যানসিটি
খেলা ডেস্ক:
Published : Wednesday, 27 November, 2024 at 10:48 PM

৩ গোলে এগিয়ে গিয়েও হতাশায় ডুবল ম্যানসিটিএকের পর এক পরীক্ষা চালিয়ে সফল হওয়া ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা টানা ৬ ম্যাচ ধরে জয়হীন। ৫ ম্যাচ হারের পর গতকাল অবশ্য ড্র করেছে তার দল। কিন্তু, ড্রটাও যে প্রাপ্য ছিল না তাদের। ম্যাচের বড় একটা সময় নিজেদের মাঠ ইতিহাদে ফেইনুর্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে দলটা। 

কিন্তু পেপ গার্দিওলার সময়টা এখন নিতান্তই মন্দ। ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকা দলটা ম্যাচ শেষ করেছে ৩-৩ ড্র নিয়ে। সেইসঙ্গে দেখা গেল এমন এক ফল– যা আগে কখনই দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৭৫ মিনিট পর্যন্ত ৩ গোলের লিড থাকলেও জয় নিয়ে ফিরতে না পারা দল হলো ম্যান সিটি।
 
ম্যাচের শুরুটা অবশ্য বেশ দারুণ ছিল সিটির। শুরু থেকেই আক্রমণে দাপট দেখানো দলটি প্রথম গোল পায় ৪৪ মিনিটে। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন আর্লিং হালান্ড। বিরতির পর শুরুটা দারুণ হয় সিটির। ৫০ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। ৩ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন হালান্ড। ৭৫তম মিনিটে এক গোল ফেরান আনিস হেজ মুসা। ৮২ মিনিটে ম্যানসিটির জালে বল পাঠান সান্তিয়াগো হিমেনেস। আর ৮৯তম মিনিটে গোল করে ইতিহাদের গ্যালারি স্তব্ধ করে দেন দাভিদ হানচকো।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com