শিরোনাম: |
দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
আন্তর্জাতিক ডেস্ক:
|
রাষ্ট্রীয় তহবিল ওয়ান এমডিবির অর্থ তছরুপ ও পাচার সংক্রান্ত মামলা থেকে খালাস পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। একই মামলায় খালাস পেয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহও। কুয়ালালামপুর উচ্চ আদালত বুধবার (২৭ নভেম্বর) তাদের ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। তাদের আইনজীবীরা জানান, কুয়ালালামপুর হাইকোর্ট প্রক্রিয়াগত বিলম্ব ও মূল নথি প্রকাশে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এ রায় দিয়েছেন। নাজিবের আইনজীবী মুহাম্মদ ফারহান মুহাম্মাদ শফি এক টেক্সট বার্তায় বলেছেন, আদালত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি নামের এই রাষ্ট্রীয় তহবিলটি গঠিত হয় ২০০৯ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক তহবিলটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ৬.৬ বিলিয়ন রিংগিত (১.৪৮ বিলিয়ন ডলার) অর্থ তছরুপ ও পাচারের অভিযোগে ২০১৮ সালে নাজিবকে এক নম্বর এবং ইরওয়ান সেরিগার আবদুল্লাহকে দুই নম্বর আসামি করে মামলা করা হয় দেশটির নিম্ন আদালতে। ২০২০ সালে মামলার রায় ঘোষণা করেন আদালত। সেই রায়ে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিংগিত (৪৪৭ কোটি ৭২ লাখ টাকা) জরিমানা করা হয়। ইরওয়ানকেও একই সাজা দেওয়া হয়। উল্লেখ্য, নাজিব রাজাক ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালেয়শিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। |