রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চট্টগ্রাম প্রতিনিধি:
Published : Friday, 29 November, 2024 at 10:51 PM

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপনবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত । ২৯ নভেম্বর, (শুক্রবার) সকাল ১০ টায় আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথি , সাংবাদিক ও সদস্যদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এই প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয় । এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার  মোঃ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও এন এ সি গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাবেদ আবচার চৌধুরী৷  প্রকৌশলী ওমর ফারুকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত  এবং জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার প্রকৌশলী জয়নাল আবেদীন৷

এসোসিয়েশনের সিনিয়র সদস্য  ইঞ্জিনিয়ার মোঃ ছলিম আল আনোয়ার ও রিয়াজুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ইঞ্জিনিয়ারস এর ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবদুল্লাহ টিটু, ইঞ্জিনিয়ার শওকত আলী জুয়েল, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুমী, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিম শান্ত এবং বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমূখ৷ প্রধান অতিথি  বলেন, আনোয়ারা এমন একটি সংগঠনের জন্ম আনোয়ারার জন্য এবং আনোয়ারার ইঞ্জিনিয়ারদের জন্য এক বিরাট অর্জন। বড়- ছোট সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিতে হবে। দেশ, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষা এবং এর প্রয়োগের কোন বিকল্প নেই ।  

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আনোয়ারার বুকে এরকম একটি পেশাজীবি সংগঠন ৭ বছর ফুর্তিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে এবং ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিপালনে এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্ববোধ করি। বক্তাগণ আরো বলেন, দল, মত, পথের উর্ধ্বে থেকে এ সংগঠন এগিয়ে যাবে ৷ অনুষ্ঠানের সভাপতি  সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দের  ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান বিশ্বে নিজেদের স্বার্থরক্ষা ও এগিয়ে যেতে  একতাবদ্ব হওয়ার কোন বিকল্প নেই ৷ তিনি উপস্থিত অতিথিবৃন্দ ,সাংবাদিক  সহ সমবেত সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান৷ এরপর তিনি ইঞ্জিনিয়ার রিয়াজুল আলম সুমন'কে সভাপতি ও ইঞ্জিনিয়ার এম এ হান্নানকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করেন ৷ আগামী তিনমাসের মধ্যে উক্ত কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন৷ অনুষ্ঠানের শেষ পর্যায়ে  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্বারক প্রকাশনা " ইঞ্জিনিয়ার্স ভয়েস" এর মোড়ক উন্মোচন করা হয় ৷ 

এছাড়া অনুষ্ঠানের অতিথিবৃন্দকে আনোয়ারা  ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ হতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথি, সাংবাদিক ও সদস্যদের মাঝে দুপুরের খাবার এবং সদস‍্যদের মধ‍্যে প্রতিষ্ঠাবার্ষিকী লোগো সম্বলিত টি'শার্ট বিতরনের মাধ‍্যমে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com