রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
মাদারীপুরে কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষনায়"কেন্দ্রীয় নেতার ব্যানার নিয়ে আনন্দ মিছিল
মাদারীপুর প্রতিনিধি:
Published : Friday, 29 November, 2024 at 10:59 PM

মাদারীপুরে কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষনায়মাদারীপুরে সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ ও সদস্য সচিব করা হয়েছে এস এম সম্রাট (রোমান) কে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় নবগঠিত কমিটির সদস্য সচিব এস এম সম্রাট (রোমানের নেতৃত্বে র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটিতে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল কারেন নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা মিছিলটি মাদারীপুর শহরের নতুন বাস টার্মিনাল থেকে শহরের বিভিন্ন সডক প্রদক্ষিণ শেষে ইটেরপুলে সংক্ষিপ্ত আলোচনার মাধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় কৃষক দলের সদস্য সচিব এস এম সম্রাট রোমান বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং অবিলম্বে অন্তবর্তী কালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করেন তিনি। এসময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম সম্রাট রোমানের আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের সদ্য নিয়োগ প্রাপ্ত পি এস সাবেক ছাত্রদল নেতা তুষার আহাম্মেদ আতাউল্লাহ,পল্টন থানা ছাত্রদল নেতা খন্দকার মুবিন, কালকিনি উপজেলা কৃষক দলের আহবাহক প্রার্থী মজিবুর রহমান সহ কয়েক হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম বেপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা সিকদার যুগ্ম আহবায়ক মোঃ ইদ্রিস হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ সানাউল হক রিফাত, মোঃ সোহাগ বেপারীসহ নবগঠিত কমিটির সদস্য ও বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মাদারীপুর সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় গত (২০ নভেম্বার)২০২৪ ইং তারিখে, আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক এ্যাড অলিউর রহমান দর্জি ও সদস্য সচিব অহিদুজ্জামান খান।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com