রবিবার, ০৮ ডিসেম্বর, 2০২4
মানিকগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভুমি দখল ও অবৈধ নির্মান কাজ চালিয়ে যাচ্ছে ইউপি চেয়ারম্যান এস আর বিল্টু
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:
Published : Friday, 29 November, 2024 at 11:01 PM, Update: 29.11.2024 11:18:49 PM

মানিকগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভুমি দখল ও অবৈধ নির্মান কাজ চালিয়ে যাচ্ছে ইউপি চেয়ারম্যান এস আর বিল্টুমানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় সরকারি খাস ভূমি দখল ও তাতে অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস আর বিল্টুর বিরুদ্ধে। জানা গেছে ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিনের ডোবা জায়গা  রাতের আধারে বালিমাটি ফেলে ভরাট করে সেখানে আধা পাকা প্রায় বিশটি দোকান মার্কেট স্থাপনার নির্মান কাজ করছেন। সরেজমিনে গিয়ে জানা যায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা এবং খাস খতিয়ানের জায়গা দখল করে প্রায় ১০ শতাংশ জায়গা জুড়ে তিনি কাজ করছেন। 

চেয়ারম্যানের কাছে এই অবৈধ স্থাপনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন এখানে আমার ১ শতাংশ জায়গা আছে বাকি তিন শতাংশ জায়গা লিজ নিয়ে এবং সরকারী অনুমতি নিয়েই কাজ করছি। বানিয়াজুরী ইউনিয়ন ভুমি সহকারী মো.মনির হোসেন বলেন আমার জানামতে দুই শতাংশ জমি লিজ নিয়ে ইটের গাথনীসহ টিনসেড ওয়াল দিয়ে  মার্কেট নির্মান করছে তবে সরকারী ভাবে অনুৃমতি আছে 'বলে বেড়াতে 'শুনলেও এ ব্যাপারে সঠিক কিছু জানি না,তবে ইউনিয়ন ভুমি অফিসে অনুমতির তথ্য ও লিজের ২শতাংশ জমির তথ্য নেই এসিল্যান্ড অফিসে থাকতে পারে। 

সড়ক ও জনপথ বিভাগের সহকারী বলেছেন  ব্যাপারটি জানতাম না পরে অবগত হয়েছি এবং কাজ বন্ধ রাখার জন্য বলেছি ও নোটিশ দিয়েছি। স্থানীয় মহল বলেন দোকান ভাড়া  বরাদ্দের জন্য চেয়ারম্যান একেক দোকান প্রতি এক লক্ষ টাকা করে এ্যাডভান্স নিয়েছেন। মানিকগঞ্জ সড়ক ও জনপথের সাব ডিবিশনাল ইন্জিনিয়ার আবদুল কাদের জিলানী বলেন অবৈধ মার্কেট নির্মান কাজ বন্ধের জন্য আমরা সরাসরি বাধা দিয়েছি এবং নোটিশ  দিয়েছি  তারপরও চেয়ারম্যান জোর করে অবৈধ মার্কেট নির্মান করছেন।

উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) কে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) বলেন চেয়ারম্যান   তার নিজের জায়গায় মার্কেট নির্মান করছেন। এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডি সি) ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন বিষয়টি আমি দেখছি।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com