শুক্রবার, ১৭ জানুয়ারি, 2০২5
মীরসরাই মায়ানীতে বিএনপি'র দলীয় কার্যালয় উদ্বোধন
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
Published : Sunday, 1 December, 2024 at 11:36 PM

মীরসরাই মায়ানীতে বিএনপি'র দলীয় কার্যালয় উদ্বোধনচট্টগ্রামের  মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার ১ ডিসেম্বর  সকাল  স্থানীয় আবু তোরাব  বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ইউনুস মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু জাফর নিজামী।  

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক এ কে এম সামসুল হুদা খানসাব, যুগ্ম আহ্বায়ক  মাসুম বিল্লাহ এবং ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিম মাস্টার। এই সময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়াজুল করিম,  বিএনপি নেতা মোঃ মিরাজ, মোঃ মফিজ, মিয়া খান, মিজান, মুসলিম, যুবদল নেতা সুজন, রাজন ভূঁইয়া, নুর নবী, আব্দুস সালাম, মোশারফ, ফয়সাল, রবিউল হোসেন উত্তর জেলা ছাত্রদল নেতা মাঈন উদ্দিন টিপু, কাওছার উদ্দিন, মায়ানী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম হাসান, বর্তমান সাধারণ সম্পাদক আইনুল হাসান সাকিব, ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন সাগর সহ মায়ানী ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের  নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ‌ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। এর বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের।

দীর্ঘ আঠারো বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের অনেক দুর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তিশালী করতে হবে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com