শুক্রবার, ১৭ জানুয়ারি, 2০২5
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের হুমকি হামলা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
Published : Tuesday, 3 December, 2024 at 11:09 PM

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের হুমকি হামলা মিরসরাইয়ের কর্মরত সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিক আশরাফের উপরে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। যারা সাংবাদিকদের হামলা করেছে, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি সাংবাদিকরা। 

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। সিনিয়র সাংবাদিক এম মাঈন উদ্দিন ও আনোয়ারুল হক নিজামের যৌথ সঞ্চানলায় মনবিনিময় সভায় বক্তব্য রাখেন সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, ব্লাক আই সম্পাদক আবু সুফিয়ান চৌ:, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বণিক বার্তার প্রতিনিধি রাজু কমার দে, ইত্তেফাকের প্রতিনিধি  মো. ইউছুফ, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, লাল সবুজ বাংলাদেশের সম্পাদক নয়ন ধুম প্রমুখ। 

মতবিনিময় সভায় সাংবাদিকরা আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। যখনই আমরা কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি তখনই চালানো হয় এসব নির্যাতন। আমরা স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দেবো না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লেখনি অব্যাহত থাকবে। এসময় তারা সাংবাদিক আশরাফের উপর হামলাকারীদের এবং অন্যান্য সাংবাদিকদের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়েছে। মতবিনিময় সভায় মিরসরাই উপজেলার কর্মরত সব সাংবাদিক উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com