শুক্রবার, ১৭ জানুয়ারি, 2০২5
মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
Published : Friday, 6 December, 2024 at 10:54 PM, Update: 06.12.2024 11:45:27 PM

মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ইসকন ও চিন্ময় ইস্যুতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা এড়াতে মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার সকালে দিগরাজ বাজার কেন্দ্রীয় মন্দির মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। 

এ সমাবেশে বক্তারা বলেন, আমরা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৈদ্য সবাই বাংলাদেশী। সুতরাং মোংলা-রামপালের প্রত্যেক মানুষ যেন স্বাধীনভাবে তার ধর্ম কর্ম পালন করতে পারে সকলকে আমাদের সেই নিশ্চয়তা দিতে হবে। কারণ বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়, বিএনপি সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে রাজনীতি করে। সুতরাং কারো প্ররোচনায় আমরা যেন পা না দিই। কারণ আমরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনার রাজনীতি করি। আমরা যেন অন্য কোন দলের এজেন্ট হয়ে কাজ না করি। 

কেউ যেন কোন বিশৃঙ্খলা করতে না পারে। আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে, তাহলে কোন বিভেদ তৈরি ও হানাহানি হবেনা। বিভেদ-হানাহানি রোধে ও হিন্দু-খ্রিস্টানদের নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আঃ মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি, খোরশেদ আলম, আঃ রাজ্জাক, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বাবলু ভুঁইয়া, যুবদল নেতা সফরুল হায়দার সুজন ও আবুল কাশেম। 


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com