শুক্রবার, ১৭ জানুয়ারি, 2০২5
যেভাবেই হোক ইউক্রেনে পরাজয় ঠেকাবে মস্কো : রুশ পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Friday, 6 December, 2024 at 10:58 PM

যেভাবেই হোক ইউক্রেনে পরাজয় ঠেকাবে মস্কো : রুশ পররাষ্ট্রমন্ত্রীইউক্রেনে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ‘রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত। তবে ইউক্রেন যুদ্ধে ওয়াশিংটন ও এর মিত্রদের কাছ থেকে পরাজয় ঠেকাতে রাশিয়া যে কোনো উপায় অবলম্বন করবে। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে ল্যাভরভের ৮০ মিনিটের একটি সাক্ষাৎকার সম্প্রচার হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে রাশিয়ার নির্ধারণ করে দেওয়া সীমাকে গুরুত্বসহকারে নিতে পশ্চিমাদের আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। সাক্ষাৎকারে ইউক্রেন সংকটসহ বৃহত্তর ভূ-রাজনৈতিক দৃশ্যপটও উঠে আসে। ল্যাভরভ সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইতিবাচক কথাও বলেন।

সম্প্রতি পেন্টাগন এবং ন্যাটোর কিছু কর্মকর্তা রাশিয়ার ওপর সীমিত পরিসরে সম্ভাব্য পারমাণবিক হামলার বিষয়ে মন্তব্য করেছেন। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ল্যাভরভ। তিনি জোর দিয়ে বলেন, ‘এ ধরনের যে কোনো পদক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

২০২২ সালের জানুয়ারিতে পাঁচটি পরমাণু শক্তিধর দেশের নেতাদের যৌথ বিবৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়ার সামরিক নীতিও বলে পারমাণবিক যুদ্ধ এড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘদিনের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘পশ্চিমারা রাশিয়ার জাতীয় নিরাপত্তা বারবার উপেক্ষা করে আসছে। ন্যায়সঙ্গত শর্তে সংলাপের জন্য রাশিয়া সবসময়ই প্রস্তুত। ল্যাভরভ এও বলেন, ‘গত মাসে ইউক্রেনের শহরে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া এই সংকেতই দিয়েছে যে, তাদের হুঁশিয়ারিকে পশ্চিমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com