শনিবার, ১৫ মার্চ, 2০২5
মাগুরায় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 20 January, 2025 at 12:47 PM

মাগুরায় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিতমাগুরায় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা। 
 ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে এক সচেতনতামূলক কর্মশালা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জনের উদ্যোগে "তারুণ্যের উৎসব ২০২৫"- এর অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা সিভিল সার্জন ডা. শামীম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম।

মোঃ অহিদুল ইসলাম বলেন, ‘নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন অত্যাবশ্যক।’ 

পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম বলেন, ব্রেস্ট ক্যান্সার একটি নিরব ঘাতক। যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে প্রতিরোধ করা সম্ভব। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিটি নারীকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে। 

সিভিল সার্জন ডাঃ শামীম কবীর বলেন, "এই কর্মশালার মূল লক্ষ্য ব্রেস্ট ক্যান্সার বিষয়ে নারীদের সচেতন করে তোলা এবং তাদের স্বাস্থ্যের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করা। প্রতিটি নারীকে তাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং সন্দেহজনক কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই নীরব ঘাতকের ঝুঁকি কমানো সম্ভব।" 

কর্মশালায় স্বাস্থ্যকর্মী, নার্স এবং স্থানীয় তরুণ-তরুণীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com