শনিবার, ১৫ মার্চ, 2০২5
আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে গালা নাইট কনসার্ট
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 28 January, 2025 at 12:52 PM

আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে গালা নাইট কনসার্টআগামী ৬ ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় ৮টি ব্যান্ড নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট কনসার্ট’। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। শেষ হবে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এর মাধ্যমে। কনসার্টে পারফর্ম করবে নগরবাউল, শিরোনামহীন, আর্টসেল, আর্বোভাইরাস, অ্যাভোয়েড রাফা, লালন, তীরন্দাজ ও উন্মাদ। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কনসার্টের তত্ত্বাবধানে রয়েছে প্রাইমওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জমজমাট কনসার্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। এ সপ্তাহে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। প্রাইমওয়েভ কমিউনিকেশনের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে টিকিটের দাম ও প্রাপ্তির স্থান। উল্লেখ্য, নাগরিকদের জন্য ২০২৩ সাল থেকে চট্টগ্রাম ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘ফুলের মতন আপনি ফোটাও গান’ প্রতিপাদ্য সামনে রেখে গত ৪ জানুয়ারি তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী এই আয়োজন। ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com