শনিবার, ১৫ মার্চ, 2০২5
আজ জাতীয় চলচ্চিত্র সম্মেলন, অতিথি থাকবেন ৩ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 29 January, 2025 at 12:17 PM

আজ জাতীয় চলচ্চিত্র সম্মেলন, অতিথি থাকবেন ৩ উপদেষ্টা
‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২৯ জানুয়ারি) রোজ বুধবার বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের—এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’। জমকালো এই আয়োজনে অংশগ্রহণ করবেন অন্তত ৫ শতাধিক চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী, শিক্ষক ও নির্মাতা। যেখানে অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকবেন অন্তর্র্বতী সরকারের তিন উপদেষ্টা।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ সম্মেলন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অন্তর্র্বতী সরকারের অন্যতম আলোচিত উপদেষ্টা মাহফুজ আলম।

এ প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্পচর্চা ও বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

জানা যায়, সম্মেলনটিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট দশটি বিষয় উপস্থাপন করা হবে। যার মধ্যে রয়েছে; বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গঠন পরিবর্তন, সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকেটিং সার্ভার ও বক্স-অফিস, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, টিকেট শেয়ার মানি, চলচ্চিত্র শিক্ষার প্রসার, গাজীপুর ফিল্ম সিটি, চলচ্চিত্র আমদানি-রপ্তানি উন্মুক্তকরণ, অ্যান্টি পাইরেসি সেল গঠন এবং চলচ্চিত্রে সরকারি বিনিয়োগ।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com