শনিবার, ১৫ মার্চ, 2০২5
অবশেষে পাওয়া গেল হেনার খোঁজ
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 4 February, 2025 at 11:24 AM

অবশেষে পাওয়া গেল হেনার খোঁজগত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়া সরগরম একটা ডায়লগে, ‘চাচা বাড়িঘর এত সাজানো কেন?’, ‘চাচা হেনা কোথায়?’ ব্যর্থ প্রেমিক বাপ্পারাজের এই সংলাপটি যেন টর্নেডোর মতো ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশাল হ্যান্ডেলে।

তিন দশকেরও বেশি সময় আগে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘হেনা’র দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে। সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন বাপ্পারাজ ও শাবনাজ। সিনেমাটিতে দেখা যায়, নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

তৎক্ষণাৎ তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন কান্নায় ভেঙে পড়ে। আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

বহুদিন পর এই সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জনপ্রিয়তা পেয়েছে। আর এমন বিষয়টি বেশ উপভোগ করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম, যিনি বর্তমানে ‘হেনা’ অর্থাৎ অভিনেত্রী শাবনাজের স্বামী।
এদিকে ফেসবুকে শাবনাজের জীবনসঙ্গী নাঈমের একটি ফটোকার্ডও ছড়িয়েছে যেখানে লেখা রয়েছে, ‘বিশ্বাস করুন, হেনা আমার কাছে।’ আর সেই ফটোকার্ড চোখ এড়ায়নি নাঈমের।

এবার এ প্রসঙ্গে কথা বলেন নাঈম। তিনি বলেন, ‘আসলেই তো। হেনা তো আমার কাছেই। এই সিনেমা যখন হয়েছে, তার আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ হেনা আমার হয়ে গেছে।’

এরপর হেনা চরিত্রের প্রসঙ্গ উঠতেই নাঈম বললেন, 'এই ভিডিও ক্লিপ হঠাৎ কোথা থেকে সামনে এসেছে, কিছুই জানি না। তবে এই ছবি যে মানুষ মনে রেখেছে। সংলাপ থেকে সংলাপ, গান—সবই উপভোগ করছে, এটা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পড়ে বুঝতে পারছি। আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে। সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি। শিল্পীর এটাই সবচেয়ে বড় অর্জন।'

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com