শিরোনাম: |
হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বরে ঘুরে এমন চিত্র দেখা যায়। শেখ মুজিবুর রহমানের বাড়িটি ছিল ‘বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর’। এটি ভাঙার পাশাপাশি বিক্ষুব্ধ ছাত্রজনতাকে 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ফ্যাসিবাদের আস্তানা, এই বাংলায় হবে না', নারেয়ে তাকবির, আল্লাহু আকবার', 'জিয়ার সৈনিক এক হও, লড়াই করো' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় স্লোগানদাতারা বলছেন, শেখ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ধানমন্ডি ৩২-এর এই বাড়ি সেই ফ্যাসিবাদের প্রতীক। তাই এই বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এ সময় মাইক থেকেও হাসিনাবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। শেখ হাসিনা ও তার দলকে ভারতের সেবাদাস উল্লেখ করে তাদের বাংলাদেশে রাজনীতি করতে না দেওয়ায় ঘোষণা দেন তারা। শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। বুধবার থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সেই কার্যক্রম চলছিল। হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতাসহ অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। তারা ঘোষণা দেন, বুধবার রাত ৯টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। তবে রাত আটটা হতেই সেখানে বিপুল ছাত্র-জনতার জমায়েত হয়। তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। |