শনিবার, ১৫ মার্চ, 2০২5
বঙ্গতে আসছে ফারিণ অভিনীত 'ফাতিমা'
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 9 February, 2025 at 11:49 AM

বঙ্গতে আসছে ফারিণ অভিনীত 'ফাতিমা'
ছোট পর্দার তুমুল আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা ‘ফাতিমা’ এবার আসছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এ বিষয়ে সিনেমাটির নির্মাতা ধ্রুব হাসান বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি ।

এদিকে ২০২৪ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিছুদিন আগে সিনেমাটি প্রদর্শিত হয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবেও। এবার ঘরে বসেই দর্শকরা দেখতে পাবে সিনেমাটি।

‘ফাতিমা’ সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এ সিনেমায় অভিনয় করেন তিনি। মাঝখানে প্রায় অর্ধযুগ সিনেমাটির শুটিং বন্ধ ছিল। এর মধ্যে ছোট পর্দায় ভীষণ জনপ্রিয় হয়ে উঠেন ফারিণ। দীর্ঘ বিরতির পর ফের শুটিং সম্পন্ন হয় ‘ফাতিমা’র কাজ।

উল্লেখ্য, গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির আগে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ছবিটি। ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে পুরস্কারও জিতে নেয় ‘ফাতিমা’। ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন তাসনিয়া ফারিণ। এক নারীর সংগ্রামের গল্পে নির্মিত এই ছবিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com