শনিবার, ১৫ মার্চ, 2০২5
ফ্যাসিস্ট সরকারের আমলে খেলাধুলা বন্ধ করে পুরো দেশে মানসিক অস্থিরতা ছিল- মৌলভীবাজারে রিজভী
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 10 February, 2025 at 11:58 AM

ফ্যাসিস্ট সরকারের আমলে খেলাধুলা বন্ধ করে পুরো দেশে মানসিক অস্থিরতা ছিল- মৌলভীবাজারে রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত সরকারের আমলে খেলাধুলা বন্ধ করে পুরো দেশে মানসিক অস্থিরতা হয়ে গিয়েছিল। পরে তারা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কোনো খেলাধুলা হয়নি। এমনকি মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেনি। যে দেশে এটি ভালো ক্রীড়া প্রতিযোগিতা হবে তা সম্ভব ছিলনা। আজ আমরা পরিবর্তিত পরিস্থিতিতে সেই যাত্রা পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। রোববার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার কিছু আগে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতি উদ্যোগে আয়োজিত এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ, এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান সহ অনন্যরা।

রুহেল আহমদ ও মাহনুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান রিপন, এম সাইফুর রহমানের নাতি এম বাছির রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, নাসির উদ্দিন মিটু, হাজি মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি বদরুল আলম, মৌলভীবাজার জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মতিন, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, কেন্দ্রীয় জাসাসের সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, বাহারমর্দন সমাজ কল্যাণ সমিতির সায়েমুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা মোশারফ হোসেন, আরিফুল আনোয়ার ও বাহারমর্দন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাইমিনুর রহমান দিপু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জু হক, বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, টিটু আলম, আরিফুল আনোয়ার, মোশাররফ রহমান, পিপলু আব্দুল হাই, জনি আহমদ, মাখনুনুর রহমান প্রমুখ।

ফাইনাল খেলায় সিলেটের বালগঞ্জ ফুটবল একাডেমী, হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ২ লক্ষ ও রানার্সআপ দলকে ১ লক্ষ টাকা প্রাইজ মানি তুলে দেন। শেষে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী একই এলাকায় সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান এর বাড়ীতে যান ও তাঁর কবর জিয়ারত করেন।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com