শনিবার, ১৫ মার্চ, 2০২5
বিকল ট্রেনের যাত্রীদের খাবার দিলেন স্থানীয় পাবনাবাসী, মুগ্ধ সবাই
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 10 February, 2025 at 12:16 PM

বিকল ট্রেনের যাত্রীদের খাবার দিলেন স্থানীয় পাবনাবাসী, মুগ্ধ সবাই

পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর স্টেশনের কাছে একটি ট্রেন বিকল হয়ে পড়লে, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত যাত্রীদের জন্য স্থানীয়রা মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) ঘটে এই ঘটনা। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়া পর, রেল স্টাফসহ যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকেন। এই সময় পাবনার স্থানীয় বাসিন্দারা তাদের নিজস্ব খাবার ও পানি নিয়ে এসে যাত্রীদের সাহায্য করেন।

এ বিষয়ে ট্রেনের টিটিই আব্দুল আলিম মিঠু ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, "পাবনার মানুষ তাদের আতিথেয়তায় আমাকে মুগ্ধ করেছে। তারা যা করেছেন, তা কখনো ভুলতে পারব না।" তিনি আরও বলেন, "এটি শুধুমাত্র মানবিকতার দৃষ্টান্ত নয়, এটি ওইসব মানুষের বিশাল হৃদয়ের পরিচায়ক, যারা নিজেদের সংকট ভুলে অন্যদের সাহায্য করেছেন।"

স্থানীয় বাসিন্দারা জানান, তারা যাত্রীদের সাহায্য করার জন্য সাধ্যমতো খাবার ও পানি নিয়ে আসেন। একজন স্থানীয় নারী, হালিমা খাতুন বলেন, "মানুষের কষ্ট দেখে কী ভালো লাগে কন তো? তাই খাবার নিয়ে এসেছি।"

এ ঘটনায় ট্রেনের যাত্রীরা এবং রেল কর্তৃপক্ষ পাবনার মানুষের প্রশংসা করেছেন এবং তাদের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com