শিরোনাম: |
বিকল ট্রেনের যাত্রীদের খাবার দিলেন স্থানীয় পাবনাবাসী, মুগ্ধ সবাই
নিজস্ব প্রতিবেদক :
|
![]() এ বিষয়ে ট্রেনের টিটিই আব্দুল আলিম মিঠু ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, "পাবনার মানুষ তাদের আতিথেয়তায় আমাকে মুগ্ধ করেছে। তারা যা করেছেন, তা কখনো ভুলতে পারব না।" তিনি আরও বলেন, "এটি শুধুমাত্র মানবিকতার দৃষ্টান্ত নয়, এটি ওইসব মানুষের বিশাল হৃদয়ের পরিচায়ক, যারা নিজেদের সংকট ভুলে অন্যদের সাহায্য করেছেন।" স্থানীয় বাসিন্দারা জানান, তারা যাত্রীদের সাহায্য করার জন্য সাধ্যমতো খাবার ও পানি নিয়ে আসেন। একজন স্থানীয় নারী, হালিমা খাতুন বলেন, "মানুষের কষ্ট দেখে কী ভালো লাগে কন তো? তাই খাবার নিয়ে এসেছি।" এ ঘটনায় ট্রেনের যাত্রীরা এবং রেল কর্তৃপক্ষ পাবনার মানুষের প্রশংসা করেছেন এবং তাদের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ জানিয়েছেন। |