শনিবার, ১৫ মার্চ, 2০২5
অভিষেকে দেড়শ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় ব্রিস্ক
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 10 February, 2025 at 3:14 PM

অভিষেকে দেড়শ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় ব্রিস্ক
ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা/ফেসবুক
ব্যাট হাতে অনন্য কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যথিউ ব্রিস্ক। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকে এই ওপেনার খেললেন দেড়শ রানের ইনিংস।

পাকিস্তানে চলমান ত্রিদেশিয় সিরিজের দ্বিতীয় ম্যাচে লাহোরে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন ব্রিস্ক। ওপেনে নেমে ৪৬তম ওভারে আউট হওয়ার সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল ১৪৮ বলে ১১টি চার ও ৫ ছক্কায় ১৫০ রানের ইনিংস।

অভিষেকে আগের সর্বোচ্চ ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালে সেন্ট জোন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন এই সাবেক ওপেনার। ওয়ানডে ইতিহাসের সেটি ছিল ৪৮তম ম্যাচ। ৪ হাজার ৮২৯তম ম্যাচে এসে তাকে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন ২৬ বছর বয়সী ব্রিস্ক।

দেশের হয়ে ব্রিস্ক টি-টোয়েন্টি খেলেছেন ১০টি। একমাত্র টেস্ট খেলেছেন গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে। একমাত্র ইনিংসে আউট হয়েছিলেন শূন্য রানে। এবার ওয়ানডে অভিষেক হলো ইতিহাস গড়ে।

৬৬ বলে ফিফটিতে পৌঁছানো ব্রিস্ক তিন অঙ্ক স্পর্শ করেন ১২৮ বলে। সেঞ্চুরি পূর্ণ করার পর উত্তাল হয়ে ওঠে তার ব্যাট। পরের ফিফটি করেন স্রেফ ১৭ বলে। এসময় তিনটি ছক্কা ও ৫টি চার হাঁকান তিনি।

দেড়শ স্পর্শ করেই পরের বলেই ম্যাট হেনরির শিকার হন তিনি মিড-অফে ব্রেসওয়েলকে ক্যাচ দিয়ে।

তার এমন ইনিংসের পরও দলীয় সংগহটা প্রত্যাশার পারদ স্পর্শ করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান (৬৪ বলে) করেন উইয়ান মাল্ডার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রান তুলতে পারে প্রটিয়ারা।

এই রিপোর্ট লেখার সময় লক্ষ্য তাড়া শুরু করেনি নিউজিল্যান্ড


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com