শনিবার, ১৫ মার্চ, 2০২5
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৩
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 10 February, 2025 at 7:38 PM

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৩
সাইফ উদ্দীন আল-আজাদ, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটা পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।আটকরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল কামাল, ধর্মবিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, সদস্য আবু জাফর, জহুরুল ইসলাম,

 বাদশা-উর রহমান, বকুল বিশ্বাস ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক।ভেড়ামারায় তিনজন আটক হয়েছেন। তারা হলেন- বাহাদুরপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঞ্জু বিশ্বাস, দপ্তর সম্পাদক রতন আলী ও ধরমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মনির হোসেন।

এছাড়া কুমারখালীতে আটক হয়েছেন দুইজন ছাত্রলীগ নেতা। দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকেও আটক করা হয়েছে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কার্যক্রম, নাশকতা ও লিফলেট বিতরণের অভিযোগ রয়েছে। আটকরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানান তিনি।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com