শিরোনাম: |
মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের গভীর রাতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা শহীদ মিনারসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন। এসময় শিক্ষার্থীরা, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনায় জড়িত ধর্ষণকারীকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে দেশে ধর্ষণ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো কঠোর হওয়ার তাগিদ দেন তারা। |