শিরোনাম: |
উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা রমজানে ইফতার মাহফিলের মাধ্যমে
জবি প্রতিনিধি
|
![]() অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের অ্যালামনাই একটি বৃহৎ পরিবার, যেখানে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করবে।” সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভসূচনা নিয়ে তার আনন্দ ও আশা প্রকাশ করেন। সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির অ্যালামনাইকে "বটবৃক্ষ" হিসেবে উল্লেখ করে, এর সঙ্গে যুক্ত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং সহযোগিতা কামনা করেন। এসময় বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ সংগঠনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে বিভাগের প্রয়াত শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং ইফতার পরিবেশনের মাধ্যমে আয়োজন সম্পন্ন হয়। এ আয়োজনের আহ্বায়ক ছিলেন এস. এম. রাকিব। |