শনিবার, ২৬ এপ্রিল, 2০২5
উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা রমজানে ইফতার মাহফিলের মাধ্যমে
জবি প্রতিনিধি
Published : Sunday, 9 March, 2025 at 11:58 AM

উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা রমজানে ইফতার মাহফিলের মাধ্যমেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করেছে। মাহে রমজানের পবিত্রতা উপলক্ষে ৮ মার্চ ২০২৫, এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। যদিও ২০২৪ সালের ২৫ নভেম্বর কমিটি গঠিত হয়, তবে এ আয়োজনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের অ্যালামনাই একটি বৃহৎ পরিবার, যেখানে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করবে।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভসূচনা নিয়ে তার আনন্দ ও আশা প্রকাশ করেন।

সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির অ্যালামনাইকে "বটবৃক্ষ" হিসেবে উল্লেখ করে, এর সঙ্গে যুক্ত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং সহযোগিতা কামনা করেন।

এসময় বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ সংগঠনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে বিভাগের প্রয়াত শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং ইফতার পরিবেশনের মাধ্যমে আয়োজন সম্পন্ন হয়। এ আয়োজনের আহ্বায়ক ছিলেন এস. এম. রাকিব।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com