শিরোনাম: |
১০ বছর বয়সি কুকুর কিপারকে নৃশংস ভাবে হত্যা!
মোহাম্মদ মাইনুল হাসান ফয়সাল
|
![]() নাম পরিচয় জানাতে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানায় স্থানীয় রাজনৈতিক প্রভাবে বারবার ছাড় পেয়ে যায় আলাউদ্দিন(৩০) নামের সেই যুবক। এর আগেও একাধিক কুকুর হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু অসাধু ব্যাক্তিদের জন্য বারবার ছাড় পেয়ে যায় আলাউদ্দিন। সায়েন্স ল্যাবরেটরির বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফীর সামনের গলির সবার আদরের এই কুকুরটি সবাই বেশ ভালোবাসতেন, কুকুরটির এইরুপ মৃত্যু মেনে নিতে পারছেনা পশুপ্রেমী সহ সাধারণ জনতা। বিকাল আনুমানিক ৪ টা নাগাদ আলাউদ্দিনের দেখা পেলে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলেশে নিকট হস্তান্তর করেন। এ ব্যাপারে নিউমার্কেট থানায় কুকুরটির হত্যার বিচার নিশ্চিত করতে অভিযোগ পত্র দায়ের করেন ইমতিয়াজ আলম বেগ(৫১) নামের একজন পশুপ্রেমি। নিষ্পাপ এই প্রানির হত্যার সুষ্ঠ বিচার নিশ্চিত করতে চায় স্থানীয় জনগন ও পশুপ্রেমীরা। এই দেশে সঠিক বিচার পাবেতো কিপার! |