শনিবার, ২৬ এপ্রিল, 2০২5
১০ বছর বয়সি কুকুর কিপারকে নৃশংস ভাবে হত্যা!
মোহাম্মদ মাইনুল হাসান ফয়সাল
Published : Sunday, 9 March, 2025 at 2:59 PM, Update: 09.03.2025 3:09:04 PM

১০ বছর বয়সি কুকুর কিপারকে নৃশংস ভাবে হত্যা!রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফীর সামনের গলির সবার আদরের ১০ বছর বয়সী *কিপার*কে নিশ্রংশ ভাবে হত্যা করেছে আলাউদ্দিন ৩০ নামের এক মাদক ব্যাবসায়ী। সিসি টিভির ফুটেজে দেখা যায় আনুমানিক সকাল ১০থেকে ১১টায় প্রতিদিনের ন্যায় বাড়ির সামনে ঘুমিয়ে ছিলো কিপার। হটাৎ রাস্তার পাশে পড়ে থাকা বিশাল পাথর দিয়ে সজোড়ে আঘাত করে আলাউদ্দিন। সিসি টিভির ফুটেজে আরো দেখা যায় মৃত্যু নিশ্চিত করতে পুনোরায় ভারী পাথর দিয়ে মাথায় সজোড়ে আঘাত করে পালিয়ে যায় আলাউদ্দিন, সাথে সাথে আলাউদ্দিনকে ধরতে পিছু নেয় উত্তেজিত জনতা। খোঁজ নিয়ে জানা আলাউদ্দিন নানান অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন এবং মাদক ব্যাবসার সাথে সরাসরি জড়িত।

 নাম পরিচয় জানাতে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানায় স্থানীয় রাজনৈতিক প্রভাবে বারবার ছাড় পেয়ে যায় আলাউদ্দিন(৩০) নামের সেই যুবক। এর আগেও একাধিক কুকুর হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু অসাধু ব্যাক্তিদের জন্য বারবার ছাড় পেয়ে যায় আলাউদ্দিন। সায়েন্স ল্যাবরেটরির বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফীর সামনের গলির সবার আদরের এই কুকুরটি সবাই বেশ ভালোবাসতেন, কুকুরটির এইরুপ মৃত্যু মেনে নিতে পারছেনা পশুপ্রেমী সহ সাধারণ জনতা।

 বিকাল আনুমানিক ৪ টা নাগাদ আলাউদ্দিনের দেখা পেলে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলেশে নিকট হস্তান্তর করেন। এ ব্যাপারে নিউমার্কেট থানায় কুকুরটির হত্যার বিচার নিশ্চিত করতে অভিযোগ পত্র দায়ের করেন ইমতিয়াজ আলম বেগ(৫১) নামের একজন পশুপ্রেমি। নিষ্পাপ এই প্রানির হত্যার সুষ্ঠ বিচার নিশ্চিত করতে চায় স্থানীয় জনগন ও পশুপ্রেমীরা। এই দেশে সঠিক বিচার পাবেতো কিপার!
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com