শনিবার, ২৬ এপ্রিল, 2০২5
৮০৪ নম্বর টুপি পরে ইমরান খানকে স্মরণ করায় আমের জামালকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 15 March, 2025 at 3:28 PM

৮০৪ নম্বর টুপি পরে ইমরান খানকে স্মরণ করায় আমের জামালকে জরিমানা
ছবি: ফেসবুক
খেলার সময় রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জরিমানা করা হয়েছে পাকিস্তানের আমের জামালকে। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় ‘৮০৪’ লেখা হ্যাট পরেছিলেন এই অলরাউন্ডার।

৮০৪ হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কয়েদি নম্বর। তার সমর্থকেরা গান, ভিডিও, পোশাক-পরিচ্ছদসহ বিভিন্ন জায়গায় এই নম্বর ব্যবহার করেন।

২০২৩ সালের মে মাস থেকে কারাগারে আছেন ইমরান খান। এ বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের সাজা দেওয়া হয়।

পাকিস্তানের জিও নিউজের খবরে জামালের জরিমানার বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়, ২০২৪ সালের অক্টোবরে মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় ওই হ্যাট পরে মাঠে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলেন জামাল। এটিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এজন্য জামালকে জরিমানা করা হয়েছে ১৪ লাখ পাকিস্তানি রুপি।

আচরণবিধি ভঙ্গের দায়ে জামাল ছাড়াও আরও সাত ক্রিকেটারকে বিভিন্ন পরিমান জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে তিনজনকে জরিমানা করা হয়েছে পাঁচ লাখ পাকিস্তানি রুপি করে। ওই তিন ক্রিকেটার নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে রাতে টিম হোটেলে ফিরেছিলেন দেরিতে। এছাড়া গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদিকে।

পাকিস্তান দল বর্তমানে রয়েছে নিউজিল্যান্ড সফরে। রোববার সকালে তারা স্বাগতিকদের বিপক্ষে শুরু করবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন সালমান আলী আগা।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com