শনিবার, ২৬ এপ্রিল, 2০২5
চবি’তে ছাত্রদলের উদ্যোগে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আফ্রিদি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
Published : Saturday, 15 March, 2025 at 3:45 PM

চবি’তে ছাত্রদলের উদ্যোগে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিএনপি’র ভাইস চেয়ারম্যান, চট্টগ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণে ও রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। একই সাথে অনুষ্ঠানটিতে প্রয়াত আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করা হয়। 

১৩ই মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি (চট্টগ্রাম বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদি আমিন। একইসাথে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের পরিবারের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেলটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তরুণ রাজনীতিবিদ সায়েদ আল নোমান তুর্য। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য সিদ্দিক আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যদ্বয় ড. শামীম উদ্দিন ও ড. কামাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিশ্ববিদ্যালয়টির মেরিন সাইন্স ইনস্টিটিউটের সাবেক ডিন ড. শফিকুর রহমান শফিক, চাকসু পরিচালক ড. জাহেদুর রহমান চৌধুরী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন, প্রক্টর ড. তানভীর হায়দার আরিফ সহ আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাউদ্দিন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সহ বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি মামুনুর রশিদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সহ আরও একাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানের বক্তারা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান ও চট্টগ্রামের জন্য তাঁর অসামান্য কৃতিত্বের কথা তুলে ধরেন। স্মরণসভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এবং দোয়া মাহফিল শেষে আগত অতিথি ও উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই স্মরণসভা ও ইফতার মাহফিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মৃতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নতুন করে উজ্জীবিত করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে তার বক্তব্যে বলেন, ১৯৮০ সালে বিশাল পরিকল্পনার মধ্য দিয়ে বিএনপি সংস্কার কাজ শুরু করেছে। আজকে হয়ত অনেকেই জানে না। মালয়েশিয়ার পুত্রজায়াতে মাহতির মোহাম্মদ টুয়েন্টি টুয়েন্টি একটি টাওয়ার করেছে, সেখানে শহীদ জিয়ার বিশাল পরিকল্পনার সমস্ত কর্মসূচি লেখা আছে। এরপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া টুয়েন্টি-থার্টি ভিশন উপহার দিয়েছেন। সর্বশেষ আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার দিয়েছেন। কাজেই আমি মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বিএনপির সংস্কার শুরু হয়েছে। 

বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি (চট্টগ্রাম বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার বক্তব্যে বহুল আলোচিত ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন সভাপতি শাওন কাবী রিজার প্রসঙ্গে বলেন, আমাদের ছাত্রনেতা কাবীর উপর পুলিশ বাহিনীতে থাকা আওয়ামী দোসররা যে ন্যাক্কারজনক অত্যাচার করেছে তার বিচার ২৪ ঘন্টার মধ্যে করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, ধৈর্য্য ধরেছি, সংযম করেছি এর মানে এই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোনো ধরনের অঙ্গসহযোগী সংগঠনের কোনো নেতৃবৃন্দ দুর্বল হয়ে গেছে। ভদ্রতা, সংযম, সংযত এর সাথে দুর্বলতার কোনো, সম্পর্ক নেই। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সম্বন্ধে তার বক্তব্যে বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। তবে আমরা তাদের পলিসিতে নতুন কোনোকিছুই দেখিনি। বরং জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠনে যেসব পলিসি গ্রহণ করেছিলেন সেই পলিসিই এখন নতুন রাজনৈতিক দল গ্রহণ করেছে। তবে এটি দোষের কিছু নয়। তিনি আরও বলেন, ছাত্রদল কোনো রাজনৈতিক দলের সাথে বৈরিতা চায় না। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা শিক্ষার্থীদের জন্য আগামীতেও কাজ করে যাবো।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com