বৃহস্পতিবার, ১২ জুন, 2০২5
টাঙ্গাইলে সফলভাবে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজিত তিন দিনব্যাপী মেলা
টাঙ্গাইল প্রতিনিধিঃ
Published : Thursday, 22 May, 2025 at 8:33 PM

টাঙ্গাইলে সফলভাবে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজিত তিন দিনব্যাপী মেলাবিজ্ঞানের জয়যাত্রা উদযাপন করতে টাঙ্গাইলে শেষ হলো তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই আয়োজন ছিল নানা কর্মসূচিতে সমৃদ্ধ—বিজ্ঞানমেলা, সেমিনার, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সবই ছিল আয়োজনের অংশ।

সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২২ মে) দুপুরে, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার ও আয়োজক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বাসেত।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলা শুরু হয় ২০ মে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com