বৃহস্পতিবার, ১২ জুন, 2০২5
১৩ টাকায় শুরু, আজও ইমামতি করছেন আরজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Thursday, 22 May, 2025 at 8:35 PM

১৩ টাকায় শুরু, আজও ইমামতি করছেন আরজ উদ্দিনপ্রায় ৮২ বছর পূর্বে ১৩ টাকা বেতনে ইমামতি শুরু করেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ১০৭ বছর বয়সী ইমাম হাফেজ মোঃ আরজ উদ্দিন। বর্তমানে তিনি একটি মসজিদে চুক্তিভিত্তিক বেতন ছাড়াই এই বয়সেও ইমামতি করে যাচ্ছেন।

অভাব-অনটনের সংসারে নানা প্রতিকূল মুহূর্তেও নিজের নীতি-নৈতিকতা থেকে দূরে সরে আসেননি ইমাম সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত হাফেজ মোঃ আরজ উদ্দিন। তিনি সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার বাসিন্দা ও স্থানীয় মসজিদের ইমাম।

ইমামতির নানা বিষয়ে হাফেজ মোঃ আরজ উদ্দিন বলেন "আমি প্রায় ৮২ বছর যাবত ইমামতি করে যাচ্ছি। একমাত্র মহান আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছাড়া দুনিয়াবি কোনো সুখ-শান্তির চিন্তা করি নাই। আমার জীবনে নানা ধরনের অভাব-অনটন গেছে, অনেক সময়ে না খেয়ে থাকতে হয়েছে। পরবর্তীতে আমার আব্বা বাধ্য হয়ে ৯ কানি সম্পদ বিক্রি করেছেন আমাদের জন্য।"

তিনি আরও বলেন, "শুরু থেকে ১৩ টাকা বেতনে ইমামতি করেছি ৪৩ বছর। বর্তমানে কোনো চুক্তিভিত্তিক বেতন ছাড়াই এই মসজিদে ইমামতি করতেছি। বাকি জীবনটাও এভাবে যেন আল্লাহ তায়ালার পথে কাটিয়ে দিতে পারি, এটাই আমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা।"

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মোঃ মাসুদ মিয়া বলেন, "হাফেজ মোঃ আরজ উদ্দিনকে আমি খুব কাছ থেকে দেখেছি। তিনি অত্যন্ত ভদ্র ও ধার্মিক মানুষ। ইমামতির এত বছরেও কোনো প্রকার লোভ-লালসা স্পর্শ করতে পারেনি তাকে। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।"১৩ টাকায় শুরু, আজও 
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com