শিরোনাম: |
আজ মুক্তি পাচ্ছে জয়া আহসানের 'বাগান বিলাস'
নিজস্ব প্রতিবেদক :
|
![]() প্রসঙ্গত, এ ধরনের একটি কাজ আসছে, বেশ আগেই আভাস দিয়েছিলেন জয়া। অবশেষে চলে এলো ফিল্মিটির মুক্তির তারিখ। আজ সোমবার (২৭ জানুয়ারি) ‘বাগান বিলাস’ শিরোনামে মুক্তি পেতে যাচ্ছে এই মিউজিক্যাল ফিল্মটি। জানা যায়, রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জয়া অভিনীত এই ফিল্মটির। ইতিপূর্বে ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।” এদিকে, গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। পাশাপাশি সঙ্গে অভিনয়ও করেছেন তারা। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনেছেন। অবশেষে শেষ হতে যাচ্ছে অপেক্ষার পালা। |