শনিবার, ১৫ মার্চ, 2০২5
যেই মাইলফলকে মেসি-রোনালদোকে ছাপিয়ে অনন্য হল্যান্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 4 February, 2025 at 12:02 PM

যেই মাইলফলকে মেসি-রোনালদোকে ছাপিয়ে অনন্য হল্যান্ড
বরুশিয়া ডর্টমুন্ডের হয়েই ফুটবল ক্যারিয়ারের শুরুতে অসাধারণ কিছুর জানান দিয়েছিলেন। ম্যানচেস্টার সিটির জার্সিতে রীতিমতো ছিলে আগুনে ফর্মে। গোল করার দারুণ দারুণ ধারাবাহিকতা আর্লিং হল্যান্ডকে এনে দিয়েছে গোলমেশিন খেতাব।

সিটির চরম দুঃসময়েও এই নরওয়েজিয়ান তারকা জালের দেখা পেয়ে গেছেন নিয়মিত। এমিরেটস স্টেডিয়ামে গতকাল রাতে আর্সেনালের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার সিটি। ব্লুজদের লজ্জার হারের দিনে একমাত্র গোলটি এসেছে হল্যান্ডের পা থেকে আর এই গোলেই একটি তালিকায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেদের পেছনে ফেলেছেন সিটির ২৪ বছর বয়সী স্ট্রাইকার। তালিকাটি হলো ক্লাব ফুটবলে মূল দলের হয়ে দ্রুততম ২৫০ গোলের তালিকা।

ক্লাব ক্যারিয়ারে ৩১৩তম ম্যাচে এসে ২৫০তম গোলের দেখা পেলেন হলান্ড, আর্সেনালের বিপক্ষে গোলটি দিয়ে। এ তালিকায় এত দিন দ্রুততম ছিলেন মেসি। ৩২৭ ম্যাচে ২৫০তম গোলের দেখা পান বার্সেলোনা ও পিএসজি মাতানো ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন কিংবদন্তি। তৃতীয় এমবাপ্পে একই মাইলফলকের দেখা পেয়েছেন ৩৩২ ম্যাচে।

দ্রুততম ২৫০ গোলের তালিকায় শুধু এই তিন খেলোয়াড়ই সাড়ে তিন শ ম্যাচের মধ্যে মাইলফলকটির দেখা পেয়েছেন। এ তালিকায় চতুর্থ যিনি, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইনের লেগেছে ৪৩০ ম্যাচ। পঞ্চম ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছে ৪৫১ ম্যাচ


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com