শিরোনাম: |
ভেজাল প্রজন্মের বিবস্ত্রপনা- নুরে জান্নাত
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ------------------------------------- বিজ্ঞান গবেষণা বলেছিল ৪ মাস বয়স থেকেই স্বামী স্ত্রীর একত্রিত হবার দৃশ্য বাচ্চার মস্তিস্কে ইফেক্ট ফেলে। (ডিসকভারি চ্যানেলের এই গবেষণা কন্টেন্ট দেখেছিলাম) গ্রামে ত বেশির ভাগ এক ঘরে ১২ বছরের ছেলে মেয়ে এবং স্বামী স্ত্রীর সংসার চলে যায় এক খাটে,এক বিছানায়,দারিদ্রতা বা অসচেতনতা,এবং শিক্ষার অভাবে। শহরেও হয়ত ৪ মাস মেইনটেন না করলেও ১২ বছর অব্দি না গেলেও সন্তান সামনে থাকে অনেক বছর অব্দিই! তার উপর হাই গ্রোথ হরমন সংক্রান্ত ব্রয়লার,মাছ ইত্যাদি আমারা খাই। ভেজাল খাই(একটা সিনেমাতে দেখেছিলাম এর ইফেক্টে ছেলে মেয়েরা অল্প বয়সে যৌবনপ্রাপ্ত হবে) ![]() প্রকাশ্যে জেনা ব্যাভিচার,,সম**কা*মকে প্রমোট করা হয়। বিবস্ত্রতাই স্মার্টনেস এটাও এই সমাজ ই শিখিয়ে নিয়ম হিসেবে গড়ে নিচ্ছে। বেহায়াপনা,নির্লজ্যতা যার যত বেশি, নষ্ট হবার দুঃসাহস যার বেশি সেই নাকি এই সমাজে ইন্টেলিজেন্ট। বুকের ওরনা ফেলে হাতি ও হাতের গঠন পরিমাপ সহজ করে দিলেই তার নাকি পোশাক সেন্স ভাল, স্মার্ট যুগে কি পরা লাগবে সে নাকি ভাল বোঝে!.. সতীত্ব নারীর অহংকার এই কথা যেই নারী বলে বা বলবে সেই নারীরে পাগল বলে দুনিয়া ভাসিয়ে দেবে... সব শেষে কালচার এমন দাঁড় করাচ্ছে এই দেশেই যে৷ শু**ই**তে** যত বেশি পারবে বা পারছে সেই হবে বা হচ্ছে গুনী,সেই হচ্ছে গুনের সাগর,সেই হচ্ছে প্রতিভাবান এবং স্মার্ট!কি হাহহাহাহাহহা.... এই সমাজ এই দেশ এই রাষ্ট্র এই কালচার, এই অপসংস্কৃতিকে বুকে জড়িয়ে, লালন করে, চাপিয়ে দিয়ে আর কি চায় সোনার বাংলা? এই সব ধারা ভেঙ্গে নারীর কথা বলব না, সবাই এই সব ধারা ভেঙ্গে যে মানুষ(পুরুষ/ নারী) এগিয়ে যারাব মতো মৃত্যু তুল্য সাহসে ভড় করে দাঁড়িয়ে যাবে নষ্টদের স্লোগান থামিয়ে দিতে... সে এবং তারাই দায় মুক্ত থাকবে। বাকি সবারই কম বেশি দায় আছে অকালে পেকে যাওয়া ফলের গানে সুর দিতে!. ০৪/০২/২০২৫ সিরাজগঞ্জ সদর,সিরাজগঞ্জ। সন্ধ্যা ৭.৩৬ মিনিট . |