শনিবার, ১৫ মার্চ, 2০২5
কুমারখালীতে নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 9 February, 2025 at 6:11 PM

কুমারখালীতে নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতারসাইফ উদ্দীন আল-আজাদ, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমিক কারাগারে পাঠিয়েছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত ও উপ দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ৬টার দিকে লিফলেট বিতরণ ও নাশকতা চেষ্টার উদ্দেশ্যে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা।পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নেতা-কর্মীরা। তবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসোঁটাসহ ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় সকাল ১০টার দিকে আটককৃত হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র শামীম হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩০ জনকে।পরে ছাত্রলীগের আরেক নেতা প্রান্তকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পরে পুলিশের খবর পেয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ৩০ জনকে আসামি করে নাশকতা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com