শনিবার, ২৬ এপ্রিল, 2০২5
ঝাড়খন্ডে বাজির দোকানে আগুন, ঝলসে ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 March, 2025 at 2:41 PM

ঝাড়খন্ডে বাজির দোকানে আগুন, ঝলসে ৫ জনের মৃত্যু 
বাজির দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হল ৩ শিশুসহ ৫ জনের। সোমবার (১০ মার্চ) ভারতের ঝাড়খন্ডের গড়োয়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এদিন গড়োয়া জেলার রংকা থানা এলাকার গোদারমান বাজারে ঘটনাটি ঘটে। ওই অগ্নিকান্ডের ঘটনায় ৩ শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, দুপুর ১২টা ৩০ মিনিটে আচমকা বাজির দোকানে রাখা কাঠের তক্তায় আগুন লেগে যায়। সে সময় দোকানে বেশ কয়েকজন ছিলেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অগ্নিদগ্ধ হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ঝাড়খন্ডের রাজ‍্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ার এবং  মুখ‍্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিজের এক্স হ‍্যান্ডেলে হেমন্ত লিখেছেন, " গড়োয়ার রংকা থানা এলাকায় একটি বাজির দোকানে আগুন লেগে ৫ জনের মৃত্যুর দুঃখজনক খবর পেয়েছি। মৃতদের আত্মাকে শান্তি প্রদান করুন এবং  শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ‍্য করার শক্তি দিন।" হেমন্ত আরও জানিয়েছেন, জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com