শনিবার, ২৬ এপ্রিল, 2০২5
ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 15 March, 2025 at 11:58 AM

ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও বিশিষ্ট সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের উপজেলা মোড় সংলগ্ন দিশা টাওয়ারে ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জি এম তাওহীদ আনোয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মোঃ শোয়াইব আহমাদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাওলানা দেওয়ান আব্দুল খালেক, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোঃ সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, সেক্রেটারি হাফেজ মোঃ আরিফুল ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গোলাম মাওলা (দাওয়াহ), প্রফেসর ডক্টর জাকির হোসেন (টিএসসি), প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর সৈয়দ মাকসুদুর রহমান। কুষ্টিয়া জর্জ কোর্টের‌ পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, জিপি অ্যাডভোকেট মাহতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম শাতিল মাহমুদ। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য ইসমাইল হোসেন রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোঃ নাহিদ হাসান, কুষ্টিয়া জেলা আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর জেলা সভাপতি হাফেজ মাওলানা আবু সুফিয়ান, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর,কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, চেম্বার অব কমার্সের পরিচালক শাকিল মাহমুদ, মুরাদ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শ্রমিক নেতা, জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এদিকে ইফতার মাহফিলে বক্তারা রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনার পাশাপাশি সৌহার্দ্যের সম্পর্কে অটল থেকে দেশকে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com