শিরোনাম: |
গাজায় ইসরায়েলি হামলায় আহত সাংবাদিক আলা হাশিমের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে, যা আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ বলে নিন্দিত হয়েছে। এই হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অনেক সাংবাদিকও রয়েছেন। আলা হাশিম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইসরায়েলি বোমা হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠনটি আলা হাশিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং সাংবাদিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কঠোরভাবে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, "সাংবাদিকদের নিরাপদে কাজ করার সুযোগ দিতে হবে এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চুক্তির আওতায় তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।" এদিকে, জানুয়ারিতে গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়, যা ইসরায়েলের তীব্র হামলা কিছুটা কমিয়ে আনে। তবে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এখন পর্যন্ত ৪৮,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বর মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। গাজায় সাংবাদিকদের হত্যা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা গভীর উদ্বেগের বিষয়। মানবাধিকার সংস্থাগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিশ্বনেতারা। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি |