শনিবার, ২৬ এপ্রিল, 2০২5
ইরাকে মার্কিন অভিযানে সিনিয়র আইএস নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 15 March, 2025 at 3:25 PM

ইরাকে মার্কিন অভিযানে সিনিয়র আইএস নেতা নিহতইরাকে যুক্তরাষ্ট্রের অভিযানে জঙ্গিগোষ্ঠী আইএসের সিনিয়র একজন নেতা নিহত হয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আজ ইরাকে আইএসআইএস’র পলাতক নেতা নিহত হয়েছেন। আমাদের সাহসী যোদ্ধারা তাকে নিরলসভাবে তাড়া করে বেড়াচ্ছিলেন। ’

ডোনাল্ড ট্রাম্প জানান, অভিযানটি ইরাক সরকার এবং ইরাকি কুর্দিস্তানের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরিচালিত হয়েছে।

এর আগে গতকাল ১৪ মার্চ, ইরাকি প্রধানমন্ত্রী এবং কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ শিয়া আল-সুদানী ইসলামিক স্টেটের একজন নেতা, যার নাম আবু খাদিজাকে হত্যা করার কথা ঘোষণা করেন। তার মতে, আন্তর্জাতিক জোট বাহিনীর সহায়তায় ইরাকি নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করেছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-ও আবু খাদিজার বিরুদ্ধে যৌথ হামলার কথা জানিয়েছে। মার্কিন সেনারা ডিএনএ ম্যাচিং ব্যবহার করে খাদিজার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

সেন্টকম এক্স-এ এক বার্তায় উল্লেখ করেছে যে, নিহত সন্ত্রাসী বিশ্বজুড়ে ইসলামিক স্টেটের সন্ত্রাসী হামলার রসদ সরবরাহ এবং পরিকল্পনার কাজ করতো। অভিযানে অন্য একজন জঙ্গিও নিহত হয়েছে, যার পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

২০১৪ সালের গ্রীষ্মে ইসলামিক স্টেটের জঙ্গিরা ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড দখল করে নেয়। ২০১৫ সালে, আন্তর্জাতিক জোটের সহায়তায়, ইরাকি সরকারি বাহিনী সেই অঞ্চলগুলো মুক্ত করার জন্য একটি বড় অভিযান শুরু করে। ২০১৭ সালের ডিসেম্বরে, তৎকালীন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ইসলামিক স্টেটের সম্পূর্ণ পরাজয় ঘোষণা করেন।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com